২৮ অক্টোবর ২০২৫

ফখরুল ইসলাম সিআইপিকে গ্রেফতারের দাবিতে বারইয়ারহাটে মানববন্ধন

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা ও আবুধাবি প্রবাসী ফখরুল ইসলাম খান প্রকাশ সিআইপি ফখরুলের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। এতে প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক উপস্থিত ছিলেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাররইয়ারহাট ট্রাফিকমোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

এসময় ‘কাদঁতে আসিনি ভূমিদস্যু ফখরুল ইসলাম খানের বিচারের দাবি নিয়ে এসেছি’, ‘আমার ফসলি জমি জোর পূর্বক দখল করে দীঘি খনন করেছে বিচার চাই’, ‘তুই ভূমিদস্যু, তুই ভণ্ড সিআইপি’ বিচার চাই এসব সম্ভলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন ।

ফখরুল ইসলামের বিরুদ্ধে জোর পূর্বক পৌরসভার এলাকায় বেশ কিছু জমি দখলের অভিযোগ তুলেছে মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা। এই বিষয়কে কেন্দ্র করে বারইয়ারহাট পৌরসভার মেয়র খোকনের সাথে তার বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। তারই ধারাবাহিকতায় এ মানববন্ধন।

মানববন্ধনে বক্তারা ফখরুল ইসলামকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলর রসূল আহমদ নবী, আরিফ উদ্দিন মাসুদ, বিশু প্রসাদ দত্ত রতন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ চৌধুরী ও নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহাম্মেদসহ ভুক্তভোগীরা।

বাংলাধারা/এআই

আরও পড়ুন