২৪ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি গোডাউন,৫টি ভাড়া ঘর ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, উত্তর ফটিকছড়ির সবচেয়ে বড় বাজার হেঁয়াকো বাজারে রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হেঁয়াকো বাজারের ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, আগুনে বাজারের চৌধুরী রোড়ের ১০টি গোডাউন,৫টি ভাড়া ঘর ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হবে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আকরামুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা হেঁয়াকো বাজারে পৌঁছায়। পার্শ্ববর্তী রামগড় ফায়ার সার্ভিসের একটি সহ দুটি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গোডাউন, দোকান,ভাড়া বাসা পুড়ে গেছে।’

এআরই/বাংলাধারা

আরও পড়ুন