২৪ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে আড়াই কোটি টাকার সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকায় দখল হয়ে থাকা ৮ শতক সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত জমিটির আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে জমিটি সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। অভিযান শুরুর আগেই দখলকারীরা প্রায় ৮০ শতাংশ স্থাপনা নিজেরাই সরিয়ে নেয়, পরে অবশিষ্ট অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পূর্ব ফরহাদাবাদ মৌজার বিএস ১নং খাস খতিয়ানের ১০১৯নং দাগের জমিটি বিভিন্ন ব্যক্তি ও পক্ষ অবৈধভাবে দখল করে ১১টি দোকান নির্মাণ করেছিল। বিষয়টি ইউএনও’র দৃষ্টিগোচর হলে যথাযথ নোটিশ দিয়ে আইনানুগ প্রক্রিয়ায় উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।ইউএনও মোজাম্মেল হক চৌধুরী জানান, “সরকারি খাস খতিয়ানের জমি অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চলবে। যেকোনো ধরনের বেদখল সম্পত্তি উদ্ধারে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।”

এদিকে স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এরকম অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন