চট্টগ্রামের ফটিকছড়িতে আজিজুর রহমান কাশেম (৫০) নামে এক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নানুপুর বাজারের নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আজিজুর রহমান কাশেম নানুপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানিয়েছেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় (মামলা নং-১৬) ইউপি সদস্য আজিজুর রহমান কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। গ্রেপ্তারের খবরে স্থানীয় আওয়ামী লীগ ও তার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।