ইসলামী ছাত্রশিবির ভূজপুর থানা শাখার উদ্যোগে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ভূজপুর থানা শাখার সভাপতি মো. নাঈম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর বায়তুল মাল সম্পাদক জহির উদ্দীন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের বিভাগীয় সদস্য মোহাম্মদ এমদাদুল হক, সাবেক ছাত্রনেতা হাসান শামসুদ্দিনসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা কর্ণফুলী শিল্পীগোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, অ্যাচিভমেন্ট সার্টিফিকেট, গিফট প্যাক ও ফুল তুলে দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।