ফটিকছড়ি উপজেলায় পাইন্দং ইউনিয়নের বদু তালুকদার বাড়ি থেকে তাসনুবা আকতার চাঁদনী (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) রাতে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।
চাঁদনী ওই বাড়ির সাইফুদ্দীনের স্ত্রী। ঘটনার পর থেকে চাঁদনীর স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এআরই/বাংলাধারা













