১ ডিসেম্বর ২০২৫

ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে সাজু বেগম (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক হয়েছে। শনিবার (২১ জুন) সকালে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হলিপাড়ায় নিজ ঘর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, স্বামীর সংসারে প্রতিনিয়ত কলহ লেগেই থাকত। সেই কলহের জেরেই সাজুকে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা সুলতান আহমদ বলেন, ‘আমার মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে। দীর্ঘদিন ধরে আমার মেয়েকে নির্যাতন করে আসছিল তার স্বামী নেজাম। এটি আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা।’

তিনি আরও বলেন, ‘আমার মেয়ের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমান স্বামী নেজাম উদ্দীনেরও এটি দ্বিতীয় বিয়ে, তার আগের ঘরে রয়েছে ৪ ছেলে সন্তান।’

এ বিষয়ে অভিযুক্ত স্বামী নেজাম উদ্দিন বলেন, শ্বশুর বাড়ির লোকজন যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। তার স্ত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় আমার ভাইয়ের বউয়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়। আমি রাত দুইটার দিকে ঘুমাতে যাই সকালে উঠে দেখি আমার স্ত্রী রান্না ঘরে পাশের রুমে ঘরের ছাদের বিমের সাথে ঝুলে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য মোহাম্মদ মুছা আলম জানান,‘আমরা ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দেই। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।’

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ‘মরদেহে আত্মহত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এআরই/বাংলাধারা

আরও পড়ুন