২৪ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে ছয় ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে ফুটপাত দখল, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয় ব্যবসায়ীকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার নাজিরহাট বাজার ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা গেছে, ট্রেড লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ছয় ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, “বাজারে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয় ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।” তিনি আরও জানান, জনস্বার্থে এবং বাজারের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

আরও পড়ুন