বাংলাধারা প্রতিবেদন »
ফটিকছড়ির দক্ষিণ ধুরুং ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে জাল টাকাসহ ১ জনকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
সোমবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় দুলাল মিয়ার ঘরে অভিযান চালিয়ে টাকাসহ আসামীকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি কুমিল্লার মনোহরগঞ্জ বিহাড়া মধ্যপাড়া এলাকার মৃত দাইয়া মিয়ার ছেলে মো. মনির হোসেন প্রকাশ খোকন (৩৬)।
পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, ঈদের বাজারে সক্রিয় থাকে জাল নোট সরবরাহকারী চক্র। তাদের ব্যাপারেও পুলিশের নজরদারি আছে।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার লক্ষে তার অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফটিকছড়ি থানা পুলিশ।
এসময় বিছানায় থাকা ব্যাগ থেকে জব্দ করা হয় ৬০টি ১ হাজার টাকার জাল নোট, ১টি পাসপোর্ট, ২টি মুঠোফোন ও ৮টি সিম কার্ড। মো. মনির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ













