৩ নভেম্বর ২০২৫

ফটিকছড়িতে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ১নং ওয়ার্ডের আন্দারমানিক এলাকার পূর্বপাড়া মসজিদ পুকুরে গোসল করার সময় তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু হলো- আলিহা (৭) ও মাসুমা (৭)। তারা একই এলাকার মো. ইলিয়াছ ও মো. শাহজালালের কন্যা।

বিষয়টি বাংলাধারাকে নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বলেন, তারা দুজন প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে এসে বেলা সাড়ে ১১ টার দিকে পুকুরে গোসল করতে যায়। পরে ১২ টার দিকে স্থানীয়রা তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখে অভিভাবকদের খবর দেয়।

এরপর স্থানীয়রা দুজনইকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন এবং স্থানীয় মারিফুল উম্মাহ নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ে।

আরও পড়ুন