১ নভেম্বর ২০২৫

ফটিকছড়িতে পারিবারিক বিরোধের জেরে পিটুনিতে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশীর পিটুনিতে গুরুতর আহত বৈকুণ্ঠ চন্দ্র নাথ (৭০) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী সবু কান্তি নাথ গাছের বাটাম দিয়ে বৈকুণ্ঠ চন্দ্র নাথকে বেধড়ক পিটিয়ে মাথায় আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে পরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী মঞ্জু রাণী নাথ বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আহমদ জানান, আহত বৈকুণ্ঠ চন্দ্র নাথ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের স্ত্রীর দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ