চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মুহাম্মদ শাহ আলম অন্তর (২০) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের এমদাদ মেম্বারের বাড়ির সামনের পুকুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত অন্তর দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ মানিক প্রকাশ পুলিশ মানিকের ছেলে। তিনি চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করেছিলেন এবং অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
স্বজনদের সূত্রে জানা যায়, অন্তর ডুবে গেলে প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির পর তার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
পরে তাকে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। কলেজছাত্রের এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।