২৩ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে পুকুরে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে নিহা আক্তার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধামারখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহা ওই এলাকার জামাল উদ্দিনের মেয়ে।

নিহার মামা শহীদুল আলম জানান, বিকেলে বাড়ির উঠোনে খেলছিল ছোট্ট নিহা। এ সময় তার বাবা ঘাস কাটতে পুকুরপাড়ে গেলে সে পিছু নেয়। বাবা বুঝতে পারেননি, শিশু মেয়েটি তার পেছনে এসেছে। এক পর্যায়ে অসাবধানতাবশত নিহা পুকুরে পড়ে যায়।

পরে মা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক নিহাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য জহির উদ্দিন আজম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন