বাংলাধারা প্রতিবেদন »
ফটিকছড়ির শান্তিরহাটে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে মোঃ মনছুর হত্যা মামলার মূলহোতা মোঃ আলী নেওয়াজ বাবুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় হাটহাজারী থানাধীন কাটিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী ফটিকছড়ির আব্দুল আজিজের ছেলে। চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আবু জাফর মোঃ ওমর ফারুক বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে ছড়িকাঘাতে মনছুর হত্যা মামলার ১ নম্বর আসামী এই আলী নেওয়াজ বাবু। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে জানা যায় আসামী হাটহাজারী থানা এলাকায় আছে। পরে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সাথে সম্পৃক্তা থাকার বিষয়টি শিকার করে। আসামীর দেখানো জায়গা থেকে খুনে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জমি-জায়গার বিরোধে বাবু ও মনসুরের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল অনেক দিন। গত ১৪ মে বিকাল সাড়ে ৫টার দিকে মনসুর ফটিকছড়ি থানার আলমক্কা হোটেলের সামনে পৌছালে বাবু তাকে ছোরা দিয়ে বুকের ডান পাশে আঘাত করে। লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করলে রাত ৮ টার দিকে তিনি মারা যান।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরউই













