চট্টগ্রামের ফটিকছড়িতে ১৬ মাস বয়সী কন্যা সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন আফরোজা আফরিন (৩০) নামে এক গৃহবধূ।
বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের বিবিরহাট বাজারস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে কামাল ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের মালিক কামাল উদ্দিনের পুত্র এনজিওকর্মী আনোয়ার হোসেন বিপ্লুর স্ত্রী আফরোজা আফরিন তার ১৬ মাস বয়সী কন্যা আতকিয়া আয়েশা ও শ্বশুর কামাল উদ্দিনকে নিয়ে ওই ভবনের নিচতলায় বসবাস করতেন। স্বামী আনোয়ার হোসেন চাকরির সুবাদে থাকেন বাঁশখালীতে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আফরোজা নিজের শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে কন্যা সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করেন এবং পরে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
বেলা বাড়লেও দরজা বন্ধ থাকায় শ্বশুর ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি মেরে ঘটনা দেখতে পান। তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ এবং বিছানায় শিশুটির মরদেহ উদ্ধার করে। শ্বশুরপক্ষের দাবি, আফরোজা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি।”













