২৩ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে বৃষ্টি কমছে,নামতে শুরু করেছে বন্যার পানি

উপজেলাবাসীর মধ্যে স্বস্তি, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো দুর্ভোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক পর্যায়ে এসেছে। গতকাল রাত থেকে ভারী বৃষ্টি না হওয়ায় বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। সকালে কিছুটা হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও দুপুর থেকে আকাশ ছিল পরিষ্কার। ফলে উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উপজেলার হালদা নদীর নারায়ণহাট ও পাঁচপুকুরিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে বন্যার পানি নামলেও উপজেলার নিন্মাঞ্চলের ক্ষয়ক্ষতির চিত্র এখনো স্পষ্ট। জলাবদ্ধতায় ভোগান্তিতে রয়েছেন অনেক মানুষ। প্লাবিত হয়েছে ফসলি জমি, বসতঘর ও বিভিন্ন জনপদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “বন্যা পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। উপজেলাবাসী স্বস্তিতে থাকলেও নিন্মাঞ্চলের কিছু এলাকায় রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণ করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফটিকছড়ির বেশ কিছু গ্রাম প্লাবিত হয়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি, যা সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

এআরই/এফকে/বাংলাধারা

আরও পড়ুন