২৪ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতাল ভাঙচুর, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের ফটিকছড়িতে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্বজনরা নানুপুর মাতৃসদন হাসপাতাল অ্যান্ড দি ডক্টরস ল্যাবে ভাঙচুর চালায়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার নানুপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, জাহানপুর গ্রামের নাজিয়া আক্তারকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে স্বজনরা প্রসবের জন্য ওই হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নবজাতকের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তরের পরামর্শ দেন।

তবে চমেকের পথে অবস্থার আরও অবনতি হলে রোগীকে হাটহাজারীর মদিনা হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর ৫টার দিকে সিজারিয়ান অপারেশন করা হলে নবজাতকটি মারা যায়।

এরপর ক্ষুব্ধ স্বজনরা স্থানীয়দের সঙ্গে নিয়ে নানুপুর মাতৃসদন হাসপাতালে হামলা চালায়। তারা হাসপাতালের দরজা-জানালা, চেয়ার-টেবিল, আল্ট্রাসোনোগ্রাফি ও ইকো মেশিন, ল্যাপটপ, সিসি ক্যামেরা, অপারেশন থিয়েটার, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম ভাঙচুর করে।

ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে আটক করে।

এ বিষয়ে ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, হাসপাতালটি সরকার অনুমোদিত এবং এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নজরদারির পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতালের কার্যক্রম খতিয়ে দেখছে।

আরও পড়ুন