৯ নভেম্বর ২০২৫

ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ফটিকছড়ি প্রতিনিধি :::

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সোহেল নামের ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

রবিবার (৯ এপ্রিল) দুপুর ১ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণ ফটিকছড়ির ৩ নং নারায়নহাট ইউপির পশ্চিম শৈলকূপা এলাকার মো. আবুল মনসুর’র ছেলে মোঃ সোহেল (২৫)। আহত ২জন হলেন- একই এলাকার মোঃ ইদ্রিসের ছেলে মোঃ কামাল (২৪) এবং মোহাম্মদ শাহাবুদ্দিন (২৬)। নিহত মোঃ সোহেল পেশায় একজন দিনমজুর।

জানা যায়, তিনজন ঈদের কেনাকাটা করার জন্য মোটরবাইক যোগে ফটিকছড়ি যাচ্ছিলেন। ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। অবস্থা গুরুতর দেখে উপস্থিত লোকজন ৩ জনকে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ