২৪ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

চট্টগ্রামের ফটিকছড়িতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার সময় স্থানীয় বাসিন্দা মো. কাউসারকে (৩৫) আটক করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড হলদিয়া গ্রামে দোকানের পাশে জঙ্গলে এ ঘটনা ঘটে।

আটক মো: কাউসার একই এলাকার মৃত মোখলেছ মিয়ার ছেলে ও সম্পর্কে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী।

জানা গেছে, কাউসার সকালে ওই শিশুকে ফুসলিয়ে স্থানীয় এক দোকানের পাশে নির্জন জঙ্গলে ডেকে নেয়। এরপর ভুক্তভোগী শিশুকে ধর্ষণের চেষ্টা চালালে সে চিৎকার শুরু করে। শিশুটি চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে গেলে কাউসার তাকে ছেড়ে দেয়। পরে কাউসারকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সামস্ উদ্দিন বলেন, অভিযুক্ত কাউসারকে আটক করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন