২৪ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজি অটোরিকশা ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট পৌরসভার আজম রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির বাসিন্দা জাকির হোসেনের মেয়ে রেহেনা আক্তার তানিয়া (২৪) এবং ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের কুলালপাড়ার বাসিন্দা মো. ইউসুপের ছেলে মো. পারভেজ (১৯)।

এ ঘটনায় আহত হয়েছেন অঞ্জনা দাশ (৫০), তিনি উপজেলার সুয়াবিল ইউনিয়নের সুকুমার দাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজম রোডের মাথা এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সিএনজি (অটোরিকশা) ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পারভেজের এক হাত কাঁধ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতর আহত হন আরও দুই নারী। পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক রেহেনা আক্তার তানিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পারভেজকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
“দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে চালকরা পলাতক রয়েছেন

আরও পড়ুন