৩১ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে সত্ত্বা খালে অভিযান, ৩ হাজার ঘনফুট বালি জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরের সত্ত্বা খালের কুলাল পাড়া নামক স্থানে বালু মহালে মোবাইল কোর্টের অভিযান। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।

ফটিকছড়ি থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বালু তোলার আনুষঙ্গিক পাইপ (আনুমানিক ৫০০ ফুট) মোবাইল কোর্টের সম্মুখে ধ্বংস করা হয় এবং প্রায় ৩ হাজার ঘনফুট বালু ফটিকছড়ি প্রান্তে জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত বালু তাৎক্ষণিক ও উম্মুক্ত নিলামে বিক্রি করে বিক্রিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।

এছাড়াও অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে লাইসেন্স বিহীন জিপ গাড়ি আটক করা হয় এবং উক্ত গাড়ি গুলোকে সড়ক পরিবহন আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড এটিএম কামরুল ইসলাম।

আরও পড়ুন