চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নাজিরহাট পৌরসভাধীন ব্রাহ্মণহাট সংলগ্ন হালদা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
অভিযানে তিনজনকে আটক করা হয় এবং বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত দুটি জিপ গাড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন নাজিরহাট পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মো. সুমন (২২), মো. সুলতান (২২) এবং নাজিরহাট কলেজ এলাকার মো. রাকিব (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নাজিরহাট পৌরসভার কর্মচারী ও নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের একটি টিম সহায়তা প্রদান করে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন,
“হালদা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”













