চট্টগ্রামের ফটিকছড়িতে ‘হিট স্ট্রোকে’ সীমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। নিহত সীমা দুই সন্তানের জননী। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার উপজেলার ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোবহান বাপের বাড়ির প্রবাসী মো. মনছুরের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. ওসমান জানান, সকালে রান্নার কাজ করছিলেন ওই গৃহবধূ। কাজ করতে করতে গরমে তিনি হাঁপিয়ে উঠেন। অস্থির লাগছে বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গরম সইতে না পেরে ‘হিট স্ট্রোকে’ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, দেশে চলমান অতি তীব্র তাপপ্রবাহের কারণে ‘হিট স্ট্রোকে’ গত এক সপ্তাহে ১০ জন মারা গেছেন। এর মধ্যে গতকাল সোমবারই (২৯ এপ্রিল) তিনজনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। তিনজনই পুরুষ। এছাড়া হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও পাঁচজন রোগী চিকিৎসা নিচ্ছেন। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়।













