ফটিকছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি দোকানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সহকারী কমিশনার (ভূমি) এ টি এম কামরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিএসটিআই চট্টগ্রাম এর পরিদর্শকগণ এবং ফটিকছড়ি থানা পুলিশের সার্বিক সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অসাস্থ্যকর পরিবেশে বিএসটিআই লাইসেন্স বহির্ভুতভাবে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় সোলতানিয়া সোপ ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে বিস্কুট, কেক, অনন্য পণ্য বিক্রয় করার অপরাধে মাবিয়া ফুড প্রোডাক্টস এবং আল মক্কা ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও লাইসেন্স না থাকায় দাদা ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এ ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) এ টি এম কামরুল ইসলাম বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।