২৩ অক্টোবর ২০২৫

ফটিকছড়ির শাহনগরের কৃতি সন্তান অনুপম দেবনাথের পিএইচডি অর্জন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগরের গর্বিত সন্তান অনুপম দেবনাথ সম্প্রতি দক্ষিণ কোরিয়ার কিয়ং হি বিশ্ববিদ্যালয় (Kyung Hee University) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

শিক্ষাজীবনের শুরু শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। পরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে কোরিয়ান সরকারের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য কোরিয়া যান তিনি।

সেখানে দীর্ঘ গবেষণা শেষে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন অনুপম দেবনাথ।

তিনি লেলাং এলাকার প্রবীণ পল্লী চিকিৎসক বাবু বিমল দেবনাথের কৃতী সন্তান। তাঁর এ অর্জনে এলাকাবাসীসহ শাহনগর উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

আরও পড়ুন