বাংলাধারা প্রতিবেদন »
করোনা ভাইরাসে গোটা দেশ যখন আতঙ্কিত, ঘরবন্ধি হয়ে পড়েছে মানুষ আর তখনি গরিব দুঃখী অসহায় মানুষ ও দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়েছে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার বক্তপুর, ধর্মপুর, নানুপুর, খিরাম আব্দুল্লাহপুর, জাফতনগর ও সমিতিরহাটে এসব ত্রাণ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপুর ব্যবস্থাপনায় রাতের আধারে গরিব দুঃখী অসহায় মানুষ ও দলীয় নেতাকর্মীদের জন্য দুর্যোগকালীন উপহার সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আমাদের সামর্থ্য অনুযায়ী করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই অসহায় ও কর্মহীন মানুষগুলো ও দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম। উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি হতদরিদ্র ও দলীয় নেতাকর্মীদের মাঝে। আমরা সব বিত্তবানদের বিশেষভাবে অনুরোধ করছি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য । যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসলে আশা করি কেউকে না খেয়ে থাকতে হবে না।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছোটন, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ মারুফ হাসান, বক্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফোরকান উদ্দিনসহ ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
				












