১৭ ডিসেম্বর ২০২৫

ফটিকছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে প্রবাসী সাংবাদিক মান্নানের মতবিনিময়

ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক ও ফটিকছড়ির লেলাং ইউনিয়নের সন্তান, প্রেসক্লাবের নবাগত প্রবাসী সদস্য আব্দুল মান্নান রানা।

শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভাস্থ হাজী জমির প্লাজার তৃতীয় তলায় প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না। সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি এমরান হোসেন ফরহাদ, সহসম্পাদক সাইফুর রহমান সোহান, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল হোসেন, স্থায়ী পরিষদ সদস্য এম জুনায়েদ ও অস্থায়ী সদস্য ফজলুল করিম।

বক্তারা প্রবাসে থেকেও সাংবাদিকতার মাধ্যমে দেশ ও এলাকার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরায় আব্দুল মান্নান রানার ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ফটিকছড়ি প্রেসক্লাবের সঙ্গে তার সক্রিয় সম্পৃক্ততা কামনা করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ