২৩ অক্টোবর ২০২৫

ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসায় অরাজকতা: শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামের ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসায় সম্প্রতি সৃষ্ট অরাজক পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে শিক্ষকরা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলা চত্বরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ফটিকছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সদস্যরা এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন।

এ সময় সামাজিক ও সংবাদমাধ্যমে শিক্ষকদের নিয়ে মিথ্যাচার, ষড়যন্ত্রমূলক প্রচারণা এবং চাকরিচ্যুতির হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ফটিকছড়ি শাখা।শিক্ষকরা অভিযোগ করে বলেন, বহিরাগত সন্ত্রাসী, কিছু স্বার্থান্বেষী মহল ও প্রাক্তন অধ্যক্ষের অনুসারীরা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা ভিন্ন মতাদর্শের অভিযোগে শিক্ষকদের হয়রানি, লাঞ্ছনা ও অপসারণের পাঁয়তারা চালাচ্ছে।

এ পরিস্থিতিতে ফেডারেশনের ফটিকছড়ি শাখার সভাপতি অধ্যাপক সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ মুরাদ স্বাক্ষরিত ছয় দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে ১. সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনা, ২. কোনো শিক্ষককে অন্যায়ভাবে চাকরিচ্যুত না করা, ৩. সকল শিক্ষকের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, ৪. মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা, ৫. সদ্য সাবেক অধ্যক্ষের আমলের আর্থিক লেনদেন তদন্ত করে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ৬. চিহ্নিত কিছু শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা।

সমাবেশে অধ্যাপক সেলিম উদ্দিন বলেন, “শিক্ষকদের হেয় করে মিথ্যাচার ও ষড়যন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা প্রশাসনের কাছে ন্যায়সঙ্গত তদন্ত ও সঠিক পদক্ষেপ প্রত্যাশা করছি।”

এ সময় সংগঠনের সেক্রেটারি অধ্যাপক ইউসুফ মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সেক্রেটারি মুহাম্মদ আয়ুব, উত্তর জেলা কমিটির সদস্য আজগর আলী খান, কলেজ শাখার সভাপতি অধ্যাপক সৈয়দ সাহাবুদ্দীন, মাদ্রাসা শাখার সভাপতি তৌহিদুল আলম সেলিম, মাধ্যমিক শাখার সভাপতি আল মামুন শিকদার ও প্রাইমারি শাখার সভাপতি ওবায়দুল আকবর।

এ ছাড়া ফটিকছড়িতে কর্মরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন