ফটিকছড়ি প্রতিনিধি :::
ফটিকছড়ি উপজেলার ১০নং সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের কারিগর বাড়ীতে আগুনে পুড়ে ছাই হয়েছে তিন বসত ঘর।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকাল ৪ টায় আগুনের লেলিহান সিকায় ইসমাইল, শাহজাহান ও আজমের বসতঘর পুরোপুরি পুড়ে যায়।খবর পেয়ে ফটিকছড়ি ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ঘরগুলো পুরোপুরি ভূষ্মিভুত হয়ে যায়।
সরেজমিনে জানা যায়, ঘরে রক্ষিত থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, জায়গাজমির দলিলপত্র, ফার্নিচারসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। এসময় আগুন নেবাতে গিয়ে ইসমাইল ও শাহজাহান আহত হয়।
এ ব্যাপারে ইউপি সদস্য মজিবুর রহমান বলেন -আগুনে তিন বসত ঘর পুড়ে যায়। এতে ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি উপজেলা পরিষদে খবর দিয়েছি। অসহায় পরিবার গুলোর জন্য বৃত্তবানদের সহযোগিতা কামনা করছি।
সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহনেওয়াজ বলেন – ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। তাদের কিছু আর্থিক অনুদান দিয়েছি।ইউনিয়ন পরিষদ থেকে আরো সহযোগিতা করার ব্যবস্থা করব।
বাংলাধারা/এফএস/এআই













