ফটিকছড়ি প্রতিনিধি »
জমকালোভাবে উদ্বোধন হয়েছে ফটিকছড়ির সুন্দরপুর হরিণাদিঘীর ঐতিহ্যবাহি মধ্যম হরিণাদিঘী ক্রিকেট লীগ’২১ (এমএইচসিএল) এর ষষ্ঠ আসরের ক্রিকেট খেলা।
শুক্রবার (১জানুয়ারি) হরিণাদিঘী সংলগ্ন ভেন্যুতে এ খেলার উদ্বোধন হয়।
আল মাজেদ কো অপারেটিভ লিমিডেট’র এমডি মোরশেদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অথিতি ছিলেন লন্ডন প্রবাসী শফিউল আজম।
আবু তৈয়বের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন মো. সোলেইমান, বিশেষ অথিতি ছিলেন হালদা টাইলস’র স্বত্তাধিকারী ব্যবসায়ী সাইফুল আলম, মহিনুদ্দিন, আবছার প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর













