ফটিকছড়ি প্রতিনিধি »
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল থেকে গাঁজার গাছসহ আব্দুল গনি (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুলাই) সকালে ভূজপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আছহাব উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে নাজিরহাট পৌর একালার মোহাম্মদপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার থেকে ৪১৫ গ্রাম গাঁজা ও ১টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
আটককৃত আসামী ওই এলাকার মৃত আব্দুল নবির পুত্র।
এস আই প্রবীন দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল গনিকে আটক করা হয়েছে। তার বাড়ির আঙ্গিনা থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়। আসামীকে মামলার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













