২৪ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে গাড়ি চাপায় ২ স্কুলছাত্রী নিহত, মোটরসাইকেলে আগুন দিল ক্ষুব্ধ জনতা

ফটিকছড়ি প্রতিনিধি »

ফটিকছড়িতে পণ্যবাহী জীপ গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও এক স্কুলছাত্রী। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে এলাকাবাসী।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার পাইন্দং পেলাগাজীর দীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দুই স্কুলছাত্রী উপজেলার হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. আজমগীর বলেন, ‘পেলাগাজীর দীঘি এলাকায় দুর্ঘটনায় ২ ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এক ছাত্রীর স্বজনরা জানান, পুলিশের ধাওয়া খেয়ে জীপ গাড়িটি দ্রুত গতিতে যাওয়ায় দুই ছাত্রীকে চাপা পড়ে। এতে ঘটনাস্থালেই দুজন নিহত হয়। এ ঘটনায় আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এসময় ক্ষুব্ধ হয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা।

আরও পড়ুন