২৪ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রান্সপোর্ট ট্রাকের চাপায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মো. মারুফ (১১) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সদর বিবিরহাটের দক্ষিণ পার্শ্বে ঈদগাহ্ রোডের শেষ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারুফ মাঠে খেলা করে সাইকেল চালিয়ে যাচ্ছিল। এমন সময়ে বিপরীত দিক থেকে আসা ট্রান্সপোর্টের একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহত মোহাম্মদ মারুফ (১১) ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ করম আলী সওদাগর বাড়ির মো. সেলিমের ২য় পুত্র। সে ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় কাউন্সিলর মো. বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মারুফ সম্পর্কে আমার চাচাতো ভাই। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত এলাকাবাসী। তারা বলেন, ছোট বাইপাস একটি সড়কে এত বড় ট্রান্সপোর্টের গাড়ি চলে কিভাবে?

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ট্রান্সপোর্ট গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন