২৬ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে মসজিদের পুকুরে ডুবে মুহাম্মদ রোহান ৭ বছর বয়সী নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালের দিকে উপজেলার নানুপুর হাজী নেজামত আলী জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। শিশু রোহান ওই এলাকার মুহাম্মদ রাশেদের একমাত্র পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, রোহান সকালে নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একঘণ্টা পর বাড়ির পাশে মসজিদের পুকুরে ভেসে উঠে রোহানের নিথর দেহটি।

নিহত রোহান নানুপুর এফ এ ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র। মাদ্রাসায় নিয়মিত হাজির থাকতেন এবং অত্যন্ত মেধাবী ছিলেন তাই মাদ্রাসার শিক্ষকদের খুব প্রিয় ছাত্র ছিল রোহান।

একমাত্র আদরের সন্তানকে হারিয়ে রোহানের পিতামাতার কান্নায় এলাকাজুড়ে ছিল শোকের মাতব বয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন