ফটিকছড়ি প্রতিনিধি »
চট্টগ্রামের ফটিকছড়িতে জাকারিয়া ফারুকী জকু ওরফে মানিক (৪৭) নামের এক ভুয়া গোয়েন্দাকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতার জকু চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্তা আকবর শাহ বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, শনিবার বিকাল ৩ টার দিকে গ্রেপ্তার জকু নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় এনএসআই’র গোয়েন্দা পরিচয়ে মাদ্রাসার বাৎসরিক আর্থিক নিরীক্ষার কাগজপত্র দেখাতে বলেন। এ সময় তার গতিবিধি সন্দেহ জনক মনে হলে পুলিশে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে তাকে আটক করে। তার কাছ থেকে গোয়েন্দা পুলিশের ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে পুলিশ।
এর আগে নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাতেও একই কায়দায় বাৎসরিক আয়ের নিরিক্ষার কাগজপত্র দেখাতে বলে এই ভুয়া গোয়েন্দা। তখন মাদ্রাসায় অনিয়ম হচ্ছে দাবি করে তিনি দশ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরে তাকে এক হাজার টাকা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।
ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘শনিবার দুপুর ১টার দিকে আমরা খবর পেয়ে ভুয়া গোয়েন্দা পুলিশকে আটক করি। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।’













