২৯ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে বালতির পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে বালতির পানিতে ডুবে সাজিত উদ্দিন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জুলাই) উপজেলার কাঞ্চন নগর ইউনিয়ের ২নং ওয়ার্ডস্থ হাজী এলাহী বক্স বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু সাজিত ওই একালার ওমান প্রবাসী মোঃ সেলিম উদ্দিনের কণিষ্ঠ সন্তান।

চাচা রাশেদুল ইসলাম রানা জানান, সাজিতকে দুপুরে তার মা গোসল করাতে নিয়ে যায়, বালতির পানি ভরিয়ে সাজিতকে রেখে তার মা হঠাৎ কি কাজে গোসলখানার বাহিরে গেলে এসে তাকে বালতির ভেতরে ডুবে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আবদুল মনাএম জেনারেল হাসপাতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, প্রবাসে থাকার কারণে পিতা সেলিন উদ্দীন তার কণিষ্ঠ সন্তানকে একটিবার বুকে নিয়ে আদর করার স্বাদ মিটাতে পারেনি। সেলিম-চেমন নাহার দম্পতির সংসারে সজিব (০৮) ও সাদীয়া (০৫) বছরের পুত্র ও মেয়ে রয়েছে।

এদিকে তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন