৬ নভেম্বর ২০২৫

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ফটিকছড়ি প্রতিনিধি »

ফটিকছড়ির নারায়ণহাট এলাকায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মুহাম্মদ ওমসান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমসান ভূজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খৈয়া গ্রামের মুস্তাফিজের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ওসমান একজন টাইল্স মিস্ত্রি। আজ সকালে কাজের উদ্দেশে বের হয়েছিলেন। একই ঘটনায় আরও একজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ২ যাত্রী মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন। অন্যজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপরে ভুজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের ভূজপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। এই ঘটনায় ওসমান নামে একজনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি।

আরও পড়ুন