৬ নভেম্বর ২০২৫

ফটিকছড়িতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল চারটার সময় উপজেলার হেয়াকো-ফটিকছড়ি আঞ্চলিক সড়কের দাঁতমারা তদন্ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতারা হলেন- রুবেল ত্রিপুরা (৫০) এবং অভি ত্রিপুরা (১০)।

নিহত রুবেল ত্রিপুরা (৫০) হলেন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউপির নলখা গ্রামের মৃত ভোল্লা ত্রিপুরার ছেলে। নিহত অন্যজন ও আহত পাঁচজন একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী নাহিদ বলেন, হারুয়ালছড়িতে একটি বিবাহ অনুষ্ঠান শেষ করে উনারা জোরারগঞ্জ থানার নলখা এলাকায় সিএনজি যোগে যাচ্ছিল। দাঁতমারা পুলিশ ফাঁড়ির সামনে গেলে বিপরীত দিক থেকে আসা বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তত্তরি ত্রিপুরা ও অভি ত্রিপুরা ২ জন ঘটনাস্থলে নিহত হয় ও গুরুত্বর আহত হয়েছে আরও ৫ জন।

স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম জানান প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ নাজির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে গাড়ি ২ টি জব্দ করেছি,লাশ ২টি উদ্ধার করেছি। এই ঘটনায় কোন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ