ফটিকছড়ি সংবাদদাতা »
চট্টগ্রামের ফটিকছড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ সংলগ্ন পাঠানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মো. ফোরকান (২৮) লেলাং ইউনিয়নের দমদমা গ্রামের আলিম উল্লাহ বাড়ির মৃত ওহাব মিয়ার তৃতীয় পুত্র। স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবলু খান নামক তার এক প্রতিবেশি জানায়, নিহত ফোরকান পেশাদার ইলেকট্রেশিয়ান। পাঠানপাড়ার শিবলুর নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিকাল চারটায় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে যায়। সাথে থাকা লোকজন দেখে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফোরকান এক কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাধারা/এফএস/এএ













