১৬ ডিসেম্বর ২০২৫

ফটিকছড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি  »

চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়িতে ভুজপুর রাবার ড্যামে বেড়াতে এসে প্রাণ গেলো কলেজ ছাত্র ইব্রাহিমের (২৪)। বৃহস্পতিবার(২২ জুলাই) দুপুরে ভুজপুর কাজিরহাট সংলগ্ন হালদা নদীর রাবার ড্যামের পানিতে ডুবে তিনি মারা যান।

ইব্রাহিম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের মো. সেলিমের একমাত্র পুত্র। তিনি চট্টগ্রাম নগরীর কাজির দেউরী এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। ইব্রাহিম ওমরগনি এমইএস কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।

জানা যায়, সকালে পাঁচজন বন্ধু মিলে চট্টগ্রাম নগরী থেকে ভুজপুর রাবার ড্যামে বেড়াতে আসেন।
তাদের সফরসঙ্গী বন্ধু ইরফান বলেন, ইব্রাহিম পা পিচলিয়ে নিচে পড়ে। সেখানে গভীর খাদ ছিল। মুহুর্তে সে ডুবে যায়, আমরা নিজেরাও সাঁতার জানতাম না। আমাদের চিৎকারে আশপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করি। কিন্তু ততক্ষনে সে প্রাণ হারায়। পরে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ডালিয়া মৃত ঘোষণা করেন।

এদিকে লাশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়না তদন্তের জন্য নিয়ে যায় ভূজপুর থানা পুলিশ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ