২৫ অক্টোবর ২০২৫

ফটিকছড়ির দাঁতমারায় নৌকা প্রতীক নিয়ে লড়তে চান সাংবাদিক আবু মনসুর

ফটিকছড়ি প্রতিনিধি»

চট্টগ্রামের বৃহৎ উপজেলা ফটিকছড়ির ১৪ ইউনিয়নের নির্বাচনী তফসীল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত হয়ে নৌকা নিয়ে নির্বাচন করতে আগ্রহী সাংবাদিক মো: আবু মনসুর।

তিনি বর্তমানে দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, হেয়াকো বনানী কলেজ’র গভর্নিং বডির হিতৈষী সদস্য, বাংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া তিনি জাতীয় দৈনিক মানবজমিন ও চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক সুপ্রভাত বাংলাদেশের ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমুলক কর্মকান্ডের সাথে জড়িত আছেন। তাছাড়া এলাকার তরুণদের খেলাধুলায় সহযোগিতা, অসহায় দরিদ্র মেয়ের বিয়েতে সহযোগিতা সহ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে এলাকাবাসীর দৃষ্টিগোচর হয়েছেন।

তিনি নৌকা প্রতীক মনোনীত হলে এবং নির্বাচিত হলে দাঁতমারকে ডিজিটাল ইউনিয়নে পরিণত করা , সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ ইভটিজিং রোধে কাজ করবেন বলে জানান। সর্বশেষ তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর ফটিকছড়ি উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে। ইতিমধ্যে নৌকা প্রতীকে মনোনয়ন নিতে ১৪ ইউনিয়নে সাড়ে সাত ডজন চেয়ারম্যান পদপ্রার্থীর নাম জমা পড়েছে উপজেলা আ.লীগ বরাবর।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন