ফটিকছড়ি প্রতিনিধি »
ফটিকছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
রবিবার (২১ফেব্রুয়ারি) প্রত্যুষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ফটিকছড়ি পৌরসভা, ফটিকছড়ি থানা প্রশাসন, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিটি পৌরসভার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সায়েদুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারী।
এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হােসাইন মাে. আবু তৈয়ব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, পৌরসভা মেয়র আলহাজ্ব ইসমাইল হোসনসহ উপজেলা প্রশাসনের সরকারের বিভিন্ন দপ্তর প্রধান সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকেও পৃথক কর্মসূচী পালন করা হয়।
বাংলাধারা/এফএস/এআর













