২৯ অক্টোবর ২০২৫

ফটিকছড়ি সদরে ১৪৪ ধারা জারি!

ফটিকছড়ি প্রতিনিধি»

ফটিকছড়ি সরকারি কলেজ অডিটোরিয়ামে একই ভেন্যু ও সময়ে দুইটি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় কোনো ধরনের মিছিল-মিটিং ও সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতিতে এ বিষয়টি জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয় আজ শুক্রবার ২৭ আগস্ট ভোর ৬ টা থেকে পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত এ আইন বলবত থাকবে।

এ নির্দেশনা বাস্তবায়ন করতে বিজ্ঞপ্তিতে ফটিকছড়ি থানা পুলিশের ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন