১৭ ডিসেম্বর ২০২৫

ফটো এরিনা বাংলাদেশ’র তিন দিনব্যাপী ওয়েডিং ওয়ার্কসপ সম্পন্ন

বাংলাধারা ডেস্ক »

ফটো এরিনা বাংলাদেশে’র উদ্যোগে ৭, ৮ ও ৯ জুন ৩ দিন ব্যাপী ওয়েডিং ফটোগ্রাফি কর্মশালা ‘ফেব ওয়ার্কসপ অন ওয়েডিং ফটোগ্রাফি’ চট্টগ্রাম নগরীর জামালখান ‘ওয়ান্স ওন প্লাটফর্মে’ সম্পন্ন হয়।

৩ দিন ব্যাপী এই ফটোগ্রাফি কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ওয়েডিং ফটোগ্রাফিকে নান্দনিক গল্পে রূপ দিয়ে যে ভিন্ন ধারার প্রবাহ আজ সমগ্র এশিয়া ও বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে সেই রীতিতে নিজেদের উজাড় করে দেওয়া দুইটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টিম চিত্রগল্পের অভিজিৎ নন্দী, আল আমিন, আবু আহমেদ ও আশরাফ দোলন এবং টিম রেমিনিসেন্স’র আতা মোহাম্মদ আদনান ও রেশাম বাপ্পি।

উক্ত কর্মশালায় ওয়েডিং ফটোগ্রাফির প্রাথমিক জ্ঞান থেকে শুরু করে সব দিক তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেযোগ্য, কিভাবে ওয়েডিং ফটোগ্রাফিতে আপনার নিজের স্টাইল তৈরি করবেন, কিভাবে ক্লায়েন্ট এর সাথে আপনার লেনদেন সম্পন্ন করবেন, কিভাবে ওয়েডিং ফটোগ্রাফি প্যাকেজগুলির দাম নির্ধারণ ও ক্লায়েন্ট এর কাছে উপস্থাপন করবেন, কিভাবে দিনে এবং রাতে সৃজনশীল শর্ট নেওয়া যায়, ফটোশপ, লাইটরুম ব্যবহার করে কিভাবে আপনার তোলা বিবাহের ছবিগুলো এডিট করবেন।

এসময় আয়োজকরা জানান, আলোকচিত্র শিক্ষা প্রসার এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালা ফটো এরিনা বাংলাদেশ এর দ্বিতীয় আয়োজন। ভবিষ্যতে আলোকচিত্রের আরো বিভিন্ন দিক নিয়ে নতুন নতুন প্রদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করা হবে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ