২৪ অক্টোবর ২০২৫

ফরচুন বরিশালের দুর্দান্ত জয়, প্লে-অফ নিশ্চিত

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল। সিলেটের দেওয়া ১১৭ রানের সহজ লক্ষ্য ১৬ ওভারেই পেরিয়ে যায় বরিশাল, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

টস জিতে ব্যাটিং নেওয়া সিলেট শুরু থেকেই বিপদে পড়ে। তাদের ইনিংস থামে মাত্র ১১৬ রানে। আহসান ভাট্টি ২৯ বলে ২৮ ও জাকের আলি ১৯ বলে ২৪ রান করলেও কেউই দলকে লড়াইয়ের অবস্থানে নিতে পারেননি। বরিশালের বোলারদের মধ্যে সবচেয়ে কার্যকর ছিলেন করিম জানাত, যিনি ৩ উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে বরিশাল শুরুতে ২ উইকেট হারালেও অভিজ্ঞ তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অনবদ্য পারফরম্যান্সে জয় পায়। তামিম ৫২ রানে অপরাজিত থাকেন, মুশফিক যোগ করেন ৪২ রান। এই জুটি বরিশালের জয় নিশ্চিত করার পাশাপাশি তাদের ১৪ পয়েন্টে নিয়ে যায়, যা প্লে-অফের জন্য যথেষ্ট।

অন্যদিকে, এই পরাজয়ের ফলে সিলেটের প্লে-অফে জায়গা পাওয়ার আশা কার্যত শেষ। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই নিশ্চিত নয়। ফরচুন বরিশালের এই জয় তাদের শিরোপা জয়ের লড়াইকে আরও শক্তিশালী করল।

আরও পড়ুন