২৪ অক্টোবর ২০২৫

ফরাসি কোমানেই বায়ার্নের পিএসজি বধ

ক্রীড়া প্রতিবেদক »

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে বায়ার্নের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি।জয়সূচক একমাত্র গোলটি করেন বায়ার্নের ফরাসি মিডফিল্ডার কিংসলে কোমেন। এদিন ঘরের মাঠে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামে ক্রিস্টোফ গালতিয়েরের শীর্ষরা। এ নিয়ে টানা তিন ম্যাচ হারের মুখ দেখলো লা প্যারিসিয়ানরা।

ইঞ্জুরির কারণে আগে থেকেই বায়ার্ন মিউনিখের স্কোয়াডে ছিলেন না সাদিও মানে ও ম্যানুয়েল নয়ার। পিএসজির হয়ে কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা থাকলেও শেষ মুহুর্তে মাঠে নামেন ফরাসি স্পিডস্টার। শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এমবাপ্পে।

গোল শূন্য ড্র’তেই শেষ হয় প্রথমার্ধ। প্রথমার্ধে বল দখলে বায়ার্ন এগিয়ে থাকলেও ফলপ্রসূ কোন আক্রমণ করতে পারেনি দু’দলই। বায়ার্নের ১০টি শটের বিপরীতে পিএসজি শট নিতে পেরেছে মাত্র ১টি।প্রথমার্ধে বায়ার্ন ২টি লক্ষ্যে শট করলেও পিএসজি কোন শট লক্ষ্যে রাখতে পারেনি।

দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে গতিময় ফুটবল খেলতে থাকে দুদলই। ম্যাচের ৫৩ মিনিটে আলফান্সো ডেভিসের অ্যাসিস্টে গোল করে দলকে লিড এনে দেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার কোমেন।১-০ গোলে এগিয়ে যায় নাগেলসমানের শীর্ষরা। অফসাইডের কারণে কপাল পুড়েছে পিএসজির। ৭৩ ও ৮১ মিনিটে এমবাপ্পে ২ বার বল জালে জড়ালেও অফসাইডের কারণে পরপর দুটি গোল বাতিল করা হয়।ম্যাচের অতিরিক্ত সময়ে ডি বক্সের বাইরে মেসিকে ট্যাকেল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেঞ্জামিন পাভার্ড। গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সাফল্য পায়নি পিএসজি।১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় লা প্যারিসিয়ানদের। একমাত্র জয়সূচক গোল করে ম্যাচ সেরা হয়েছেন কিংসলে কোমেন।

রাউন্ড অব সিক্সটিনের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। লিডে থেকে প্রথম লেগ শেষ করায় পরের ম্যাচে তাই বায়ার্নের মাঠে কঠিন পরীক্ষায় দিতে হবে গালতিয়ারের শীর্ষদের।

আরও পড়ুন