বাংলাধারা ডেস্ক »
নগরীর বন্দর এলাকার গোসাইলডাঙ্গা ঠাণ্ডা মিয়া মসজিদের পিছনে হাজী মোহাম্মদ আলী কলোনিতে মো. সোলায়মান (৬৫) নামে এক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার গ্রামের বাড়ি পটিয়ায়।
রোববার (২৯ মে) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ছেলে মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যম বলেন, শনিবার থেকে বাবার সাথে যোগাযোগ করতে না পেরে রোববার সকাল ৮টার দিকে তাঁর রুমে গিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। পরে বন্দর থানায় খবর দিলে পুলিশের সহায়তায় চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
পাঁচলাইশ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, বেলা সাড়ে ১২টার দিকে বন্দর এলাকা থেকে এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।