বাংলাধারা প্রতিবেদক »
কে এম এজেন্সী মহানগরী কিশোর ফুটবল লীগে শেখ রাসেল ক্রীড়া সংঘ’কে সেমিফাইনালে ৭-৩ গোলে হারিয়ে ফাইনালে রামপুর একাদশ।
শনিবার (১৪ জানুয়ারি) নগরীর দামাপাড়ার পুলিশ লাইনের মাঠে শেখ রাসেল ক্রীড়া সংঘ বনাম রামপুরা একাদশ’র মাঝে অনুষ্ঠিত সেমিফাইনালে রামপুরা একাদশ জয় লাভ করে।
খেলোয়াড়দের উৎসাহ প্রদানে মাঠে এসে উপস্থিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন আব্দুস সবুর লিটন।
এসময় রামপুরা একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলে দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের জন্য ২ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন চসিক ভারপ্রাপ্ত মেয়র।