১ নভেম্বর ২০২৫

ফামু খান’র দু’টি কবিতা

বৃথা তীর্থ অনূদিত

অনন্তকালের অর্থহীন যাত্রায় দীর্ঘকালের পথ হাঁটছি
হাঁটতে হাঁটতে য্যানো শেষই হচ্ছেনা এ পথ ;
আমি হারায়ে যাই প্রতিবার উদাস করা শীতল হাওয়ায় –
স্নায়ুযুদ্ধে প্রতিবারই ডুবে যাই ঘাসের বিন্দু শিশিরে ;
শুকায়ে যায় – শুকাতে শুকাতে চামড়া লেগে যায় পিঠে।
আমি ডাকিনা তারে ;
মিলন মেলায় আমি তারে খুঁজে পাইনা
আঁখিদুটি মিশে যায় ঘামে জবজবে ভেজা ভেঙে পরা মনের অনলে
আনতে পারিনা তীরে –
তী’র্ব্য ব্যাথা গভীরতা মাপতে-মাপতে।

পরগাছা

তুমি আর আমি কী দু’খানা আলাদা বস্তু?
এমন প্রশ্ন করিবার পর –
মাথায় আসিলো,
তোমারে কহিবো
আমি আর তুমি, চা-সিগারেটের মতন!
যাহা কিনা সম্পূর্ণ পূর্ণতা পায়না একে অন্যকে ছাড়া; এমন কি সদ্য পূর্ণিমায়ও না।

আরও পড়ুন