প্রিয় অভিমান
আমার বয়স হয়েছে
বসন্ত বুঝার অত না হলেও
নিতান্তই তুচ্ছ নয়,
তোমারও বয়স হয়েছে
এসেছ বহুকাল আগে।
এবার তুমিও ফিরে যাও
আমাকেও ফিরতে হবে।
ফিরতে হবে সেই পুরনো সাকোঁটার কাছে
ফিরতে হবে কুয়াশার চাঁদর পরা সেই খোলা মাঠে
ফিরতে কবে সেই আম্রকাননে বাতাবি লেবুর ঘ্রাণে
সেই বৃক্ষতলে,
ফিরতে হবে সেই পুরনো উঠানে জােছনার আলোয়
ঝিঁঝিঁ পোকার ডাকে।
ফিরতে হবে শাপলা ফোটা শ্যাওলা ঘেরা চকচকে দীঘির পাড়ে
ফিরতে গিয়ে দেখি কতো অচেনা আজ সেই হাওয়া
দেখি তার মনে কালো মেঘের কতোটা গর্জনে বর্ষা নামে!
দেখি তার মুখ ভাঙ্গে এক বুক পুরনো রাগ খেলার ছলে,
দেখি সেই ধাচে জানালার কাঁচে এখনো কি চেয়ে থাকে?
দেখি সেই মুখ মনের অসুখ, বাড়োক যতোটা পারে
দেখি সেই মুখে তুফান উঠুক পুরনো সেই দীঘির পাড়ে।
প্রিয় অভিমান, তোমায় ছেড়ে একবার যাবো ফিরে
অভিমানে কেন, একা হতে চাও ব্যাঙ্গতার সুরে
পুরনো কথার ছলে।
লেখক : প্রবাসী













